Hanuman Chalisa in Telugu Lyrics | హనుమాన్ చాలీసా తెలుగు లో

দোহা:

শ্রী গুরু চরণ সরোজ রাজ, নিজ মনু মুকুর সুধারি, বরণউ রঘুবর বিমল জসু, জো দায়কু ফল চারি।

বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি, হরহু কলেশ বিকার।

চৌপাঈ:

জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহুন লোক উজাগর॥1॥

রাম দূত অতুলিত বল ধাম, অঞ্জনি পুত্র পবনসুত নাম॥2॥

মহাবীর বিক্রম বজ্রঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী॥3॥

কঞ্চন বরণ বিরাজ সুবেস, কনন কুন্ডল কুঞ্চিত কেস॥4॥

হাথ বজ্র অর ধ্বজ বিরাজে, কন্ধে মূঞ্জ জনেউ সজাই॥5॥

শঙ্কর সুবন কেসরি নন্দন, তেজ প্রতাপ মহা জগবন্দন॥6॥

বিদ্যাবান গুনী অতি চতুর, রাম কজ করিবে কো আতুর॥7॥

প্রভু চরিত্র সুনিবে কো রাসিয়া, রাম লক্ষণ সীতা মন বাসিয়া॥8॥

সূক্ষ্ম রূপ ধরি সিয়াহিং দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জরাবা॥9॥

ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্র কে কাজ সবারে॥10॥

লায়ে সজীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরশি ঊরলায়ে॥11॥

রঘুপতি কিনহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই॥12॥

সহস বদন তুমহারো জস গাবে, অসা কহি শ্রীপতি কন্ঠ লাবে॥13॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীস, নারদ সারদ সহিত অহীস॥14॥

যম কুবের দিগপাল জহাং তে, কবি কোবিদ কহিং সকই কাহাং তে॥15॥

তুম উপকার সুগ্রীবাহি কীনহ, রাম মিলায় রাজ পদ দীনহ॥16॥

তুমহরো মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা॥17॥

জুগ সহস্র জোজন পর ভানু, লিলয়ো তাহি মধুর ফল জানু॥18॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাঙ্ঘি গএ অচরজ নাহি॥19॥

দুর্গম কাজ জগত কে জেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে॥20॥

রাম দ্বারে তুম রখবারে, হোত না আজ্ঞা বিনু পৈসারে॥21॥

সব সুখ লাহৈ তুমহারি সরণা, তুম রক্ষক কাহু কো ডারণা॥22॥

আপন তেজ সংহারো আপই, তীনো লোক হাংক তে কাপই॥23॥

ভূত পিশাচ নিকট নাহি আবায়, মহাবীর জব নাম সুনায়॥24॥

নাসেই রোগ হরে সব পীরা, জপৎ নিরঞ্জন হনুমত বীরা॥25॥

সঙ্কট তে হনুমান চুড়াবৈ, মন ক্রম বচন ধ্যান জো লাবৈ॥26॥

সব পর রাম তপসবী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা॥27॥

ঔর মনোরথ জো কোঈ লাবৈ, সই অমিত জীবন ফল পাবৈ॥28॥

চরো যুগ পরতাপ তুমহারা, হয় পরসিদ্ধ জগত উজিয়ারা॥29॥

সাধু সন্ত কে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে॥30॥

অষ্ট সিদ্ধি নউ নিধি কে দাতা, অসা বর দীন জনকী মাতা॥31॥

রাম রসায়ন তুমহারে পাসা, সদা রহো রাঘুপতি কে দাসা॥32॥

তুমহারে ভজন রাম কো পাবৈ, জনম জনম কে দুখ বিসরাবৈ॥33॥

অন্ত কাল রঘুবর পুর জাই, জহাং জনম হরিভকত কহাই॥34॥

ঔর দেবতা চিত্ত না ধরাই, হনুমত সেই সর্ব সুখ করাই॥35॥

সঙ্কট কটে মিটে সব পীরা, জো সুমিরে হনুমত বলবীরা॥36॥

জয় জয় জয় হনুমান গুসাঈং, ক্রিপা করহু গুরুদেব কী নাঈ॥37॥

জো সত বার পাঠ কর কোঈ, ছুটহী বন্দী মহা সুখ হোঈ॥38॥

জো ইয়াহ পড়হে হনুমান চালীসা, হয় সিদ্ধি সাখী গৌরীসা॥39॥

তুলসী দাস সদা হরি চেরা, কীজয় নাথ হৃদয় মহি দেরা॥40॥

দোহা:

পবন তনয় সঙ্কট হরণ, মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥”